বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম জেলার পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ খোরশেদ আলম’কে দীর্ঘ ২৮ বছর পর পটিয়ার শোভনদন্ডি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামলা নং-১৯, তাং-২৭ ডিসেম্বর ১৯৯৭ইং, ধারাঃ-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) মামলার পলাতক মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শোভনদন্ডি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৯৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ খোরশেদ আলম (৫০), পিতা-মীর আহম্মদ, সাং-পশ্চিম রশিদাবাদ, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply