1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বসুন্ধরার চেয়ারম্যান পরিবারের ১ হাজার ৪৭৭ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ প্রাইভেট কারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ লালবাগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন এশিয়ায় নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ: এডিবি সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক টানা পাঁচ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি উৎপাদন খরচও পাচ্ছেন না পেঁয়াজ, আলু ও ডিম উৎপাদকরা এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২৩ বার ভিউ

বিশেষ সংবাদ:
বাংলাদেশের হয়ে টেস্টে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হচ্ছেন পেসার হাসান মাহমুদ। এর আগে ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন হাসান।

দলে ফিরেছেন সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

টসের সময় হাসানের অভিষেকের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। দলের অনান্যরা হলেন মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা দলের সদস্যরা হলেন দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

৬ষ্ঠ ওভারেই ইনিংসের প্রথম উইকেট পেতে পারতেন হাসান মাহমুদ। তাঁর করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় মাদুস্কার ব্যাট। কিন্তু স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। বেঁচে যান মাদুস্কা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টে প্রথম দিনে প্রথম পানিপানের বিরতির আগ পর্যন্ত বিনা উইকেটে ৫০ রান তুলেছে শ্রীলঙ্কা। ১৮ রানে ব্যাট করছেন দিমুথ করুনারত্নে। ৩২ রানে অপর প্রান্ত ধরে রেখেছেন নিশান মাদুস্কা।

অভিষেক টেস্টে এরই মধ্যে দুটি উইকেট হয়ে যেতে পারত হাসান মাহমুদের। ষষ্ঠ ওভারে তাঁর বলে স্লিপে ক্যাচ ফেলেন মাদুস্কার ক্যাচ ফেলেন মাহমুদুল। ২২তম ওভারে হাসান শেষ ডেলিভারিতে বাউন্সার মেরেছিলেন। দিমুথ করুনারত্নে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন। সেখানে ফিল্ডার সাকিব আল হাসান সীমানা থেকে একটু এগিয়ে থাকায় ক্যাচটি নিতে পারেননি। পেছনে দৌড়ে ডাইভ দিয়েছিলেন। কিন্তু বলটা তাঁর হাত ফসকে ছক্কা হয়েছে।

*** ২৩তম ওভারে ফিফটি তুলে নিয়েছেন মাদুস্কা। ৫২ রানে ব্যাট করছেন। করুনারত্নে ২৯ রানে অপরাজিত।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য কিছু নেই। কন্ডিশনও ব্যাটিং সহায়ক। এমন দিনেই টসে হেরেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্য একটাই—কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে রানের চাপে ফেলা।

আজ প্রথম দিনে প্রথম সেশন শেষে সে ভিতটা পেয়ে গেছে শ্রীলঙ্কা। দুই ওপেনার নিশান মাদুস্কা ও দিমুথ করুনারত্নের সৌজন্যে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ৫৫ রানে অপরাজিত মাদুস্কা। ৩৩ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন করুনারত্নে।

প্রথম সেশনে সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই লঙ্কান ওপেনারেরই ক্যাচ ফেলেছে দল। রান আউটের সুযোগও হাতছাড়া হয়েছে। যে কারনে ভালো বোলিং করেও উইকেটশুন্যই থেকে গেছেন বোলাররা। অভিষিক্ত হাসান মাহমুদ ছিলেন প্রথম সেশনে বাংলাদেশের সেরা বোলার। সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছেন এই ডানহাতি পেসার। তাঁর বোলিংয়ে ইনিংসের ৬ষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান ক্যাচ লুফে নিতে পারেননি। ২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু সাকিব ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।

করুনারত্নেকে সরাসরি থ্রোতে রান আউট করার সুযোগ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজও। বল হাতেও খুব একটা কার্যকরী মনে হয়নি মিরাজকে। শুধু মিরাজ নন, সাকিব ও তাইজুল ইসলামকেও নির্বিষ মনে হয়েছে।

প্রথম সেশন উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় সেশন শুরুর পর দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বল কাভারে খেলেছিলেন করুনারত্নে। অন্য প্রান্তের ব্যাটসম্যান মাদুস্কা ২ রান নিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। করুনারত্নে তাঁকে ফেরত পাঠান। কিন্তু মাদুস্কা ক্রিজে ফেরার আগেই সীমানা থেকে হাসানের দুর্দান্ত থ্রো পান উইকেটকিপার লিটন দাস। রান আউট করে দেন মাদুস্কাকে। ৫৭ রানে আউট হলেন মাদুস্কা।

করুনারত্নে ৩৫ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস।

দ্বিতীয় সেশনে ইনিংসের ৪১তম ওভারে খালেদ আহমেদকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে ফিফটি তুলে নেন দিমুথ করুনারত্নে। টেস্টে এটি তাঁর ৩৭তম ফিফটি। ২৯ রানে অপরাজিত কুশল মেন্ডিসের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েছেন করুনারত্নে। ৬০ রানে ব্যাট করছেন এই বাঁহাতি ওপেনার।

মাদুস্কা ও করুনারত্নের পর শ্রীলঙ্কার হয়ে ফিফটি করেছেন কুশল মেন্ডিসও। ৬ চার ও ১ ছক্কায় ফিফটি পূর্ণ করেছেন এ ব্যাটসম্যান। মেন্ডিসের ফিফটির একটু পর ২০০ রান পেরোয় লঙ্কানরা।

প্রথম সেশনে ২২তম ওভারে সাকিব আল হাসান ক্যাচটি নিতে পারলে তখনই দিমুথ করুনারত্নের উইকেটটি পেয়ে যেতেন হাসান মাহমুদ। ক্যাচটি নিতে না পারায় টেস্টে প্রথম উইকেটের দেখা পেতে হাসানের অপেক্ষা বেড়েছে। শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনে ৫৬তম ওভারে হাসানের বলে প্লেড অন হয়ে বোল্ড হন করুনারত্নে। টেস্ট অভিষেকে এটাই প্রথম উইকেট হাসানের। ১২৯ বলে ৮৬ রানে আউট হলেন করুনারত্নে।

৬২ রানে ব্যাট করা মেন্ডিসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুস্কা এখন নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন। প্রথম সেশনে জীবন পেয়েছেন। সেটি কাজে লাগিয়ে অর্ধশতও করেন। কিন্তু দ্বিতীয় সেশনে সেই মাদুস্কার ইনিংস থামে রান আউটে। অর্ধশত করে আউট হয়েছেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশ দলের প্রাপ্তি বলতে এই দুই উইকেট। চা বিরতির আগে ৫৮ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেট ২১৪ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস। ৬৫ রানে অপরাজিত তিনি। ১ রানে খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথুস।

দ্বিতীয় সেশনে ২টি উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশশামসুল হক
প্রথম সেশন উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় সেশনে দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে করুনারত্নে দৌড়ে এক রান পূর্ণ করার পর আরও একবারের জন্য ক্রিজ ছাড়তে গিয়ে আরেক ওপেনার মাদুস্কার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। এই সুযোগে হাসানের থ্রো’তে ৫৭ রানে থামে মাদুস্কার ইনিংস। তাতে ৯৬ রানের ওপেনিং জুটি ভাঙে। যদিও উইকেট পতনে শ্রীলঙ্কার খুব একটা ক্ষতি হয়নি।

তিনে নামা কুশল মেন্ডিসকে নিয়ে ১১৪ রানের আরও একটি জুটি গড়েন করুনারত্নে। নিজে অর্ধশত করে এগোচ্ছিলেন শতকের দিকে। কিন্তু ৫৫তম ওভারে হাসানের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে স্টাম্পে বল টেনে আনেন করুনারত্নে। ১২৯ বলে ৮৬ রানে থামে তাঁর ইনিংস, ৮টি চার ও ১টি ছক্কা ছিল তাতে। অর্ধশত করে এগোচ্ছেন মেন্ডিসও। তাঁকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ম্যাথুস।

করুনারত্নের মতো কুশল মেন্ডিসও পারলেন না। টেস্টে নিজের দশম সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি আউট হয়ে ফিরেছেন সাকিব আল হাসানের বলে। আউট তহওয়ার আগে ১৫০ বলে করেছেন ৯৩ রান। সাকিবের বলটি সামনে খেলতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু সেটি তাঁর ব্যাটের ওপরের দিকের কানায় লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের কাছে। মিরাজের ক্যাচে ভাঙে তৃতীয় উইকেটে মেন্ডিস–ম্যাথুসের ৫৩ রানের জুটি।

শেষ সেশনে আরও একটি উইকেটের দেখা পেল বাংলাদেশ। ৮১তম ওভারে হাসান মাহমুদের শেষ বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচটি ধরেন তৃতীয় স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজ। ২৩ রান করে আউট হলেন ম্যাথুস।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। দিনেশ চান্ডিমাল অন্য প্রান্তে ২৬ রানে অপরাজিত।

শেষ সেশনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট, শ্রীলঙ্কা তুলেছে ১০০ রান
দ্বিতীয় সেশন আর তৃতীয় সেশনে কী মিল! দ্বিতীয় সেশনের মতো দিনের শেষ সেশনেও শ্রীলঙ্কার দুটি উইকেট নিয়েছে বাংলাদেশ দল। উইকেট দুটি নিয়েছেন সাকিব আল হাসান ও হাসান মাহমুদ। সাকিব আর হাসান বাংলাদেশকে তৃতীয় সেশনে ব্রেক থ্রু এনে দিলেও দিনটি আসলে শ্রীলঙ্কারই। ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে তারা।

তৃতীয় সেশনে শ্রীলঙ্কা ২ উইকেট হারিয়ে তুলেছে ১০০ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল (৩৪*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৫*)। দ্বিতীয় সেশনে সাকিব নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরির প্রায় কাছে চলে যাওয়া কুশল মেন্ডিসের উইকেট। প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫০ বলে ১১ চার ও ১ ছয়ে ৯৩ রান করেছেন লঙ্কান উইকেটকিপার। হাসানের শিকার হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৭১ বলে ২৩ রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com