বিশেষ প্রতিবেদন :
রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য আগের তুলনায় বেড়েছে। গত মার্চ মাসে দুদেশের বাণিজ্য আগের মাসের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি বলছে, ওয়াশিংটনে মস্কোর সার ও কৃষিজ পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর দরূণ দুদেশের বাণিজ্য বেড়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধর শুরুর পর থেকে পশ্চিমারা ক্রেমলিনের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে। তবে মস্কোর সার ও কৃষিজ পণ্যের ওপর প্রত্যক্ষভাবে নিষেধাজ্ঞা দেয়নি পশ্চিমারা। তবে নিষেধাজ্ঞার কারণে রপ্তানি প্রভাবিত হয়েছে।
রিয়া নভোস্তি বলছে, গত মার্চে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাণিজ্য দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মাসটিতে দুদেশ ৫৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বাণিজ্য করেছে। যা গত ফেব্রুয়ারির থেকে ৫০ শতাংশ বেশি। ২০২৩ সালের পর গত মার্চেই দুদেশের বাণিজ্য রেকর্ড পর্যায়ে গেছে। ২০২৩ সালের মার্চে ৬২ কোটি ২৮ লাখ ডলারে আমদানি-রপ্তানি করেছিল দেশ দুটি।
গত মার্চে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে ২১ কোটি ৯০ লাখ ডলারের সার আমদানি করেছে। এছাড়া আট কোটি ৭৫ লাখ ডলার মূল্যের প্লাটিনাম, ৫৭ লাখ ডলারের খাদ্য পণ্য ও ৩৭ লাখ ডলারের ল্যাব ইকুইপমেন্ট আমদানি করেছে ওয়াশিংটন।
Leave a Reply