বিশেষ প্রতিবেদন :
*সিএমপি’র ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম নং-০৪ কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ যুবলীগ নেতা আব্দুল হাকিম অভি সহ ০৩ (তিন) জন ডাকাত গ্রেফতার।
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-০৪ এর অফিসার ফোর্সসহ গত ০৯/১০/২০২৫ খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন ষোলশহর ২নং গেইট কসমোপলিটন আবাসিক এলাকাস্থ নুরুল আলম মাস্টার সড়কের ১নং গলির আব্দুল হাকিমের বাড়ীর বড় মিয়ার ভাড়াঘরের ২য় তলার পরিত্যক্ত ৩নং রুমে অভিযান পরিচালনা করে ধৃত আসামি ১। মোঃ আব্দুল গফুর(৪৪), পিতা- মৃত আব্দুল হাকিম, মাতা- মৃত আনোয়ারা বেগম, স্থায়ী: ষোলশহর ০২ নং গেইট, কসমোপলিটন আবাসিক এলাকা, নুরুল আলম মাষ্টার সড়ক, আঃ হাকিমের বাড়ী, থানা- পাঁচলাইশ, জেলা -চট্টগ্রাম, ২। মোঃ আব্দুল হাকিম অভি(২৭), পিতা- মৃত মোঃ ইউনুছ, মাতা- হালিমা বেগম, স্থায়ী: উত্তর বুড়িশ্চর, টেন্ডলের ঘাটা, সারিপাড়া, তুফান আলী সেরাং এর বাড়ি, মদুনাঘাট ব্রীজের আগে, থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম, বর্তমানে- ষোলশহর ২নং গেইট, মেয়রগলি, ১ নং রোড, জাহানারা ভবন, থানা-পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম ও ৩। মোহাম্মদ আলী(৪৭), পিতা- মোহাম্মদ সোবহান আলী গাজী, মাতা- রোকেয়া বেগম, স্ত্রী- শিরিন আক্তার, স্থায়ী : রমজান নগর, কালিঞ্চি, কলোনী পাড়া, সোবহান আলীর বাড়ী, ওয়ার্ড নং-০৯, রমজান নগর ইউপি, থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরা, বর্তমান: যোলশহর ২নং গেইট, তুলাতলী, নুর মদিনা মসজিদের পাশে, সিরাজ কলোনী, সিরাজের ভাড়াটিয়া, থানা- খুলশী, জেলা -চট্টগ্রাম’দের দেখানো ও নিজ হাতে বাহির করিয়ে দেওয়া মতে ০১) ০১ টি লোহার কার্টার, লম্বা ২৫ ইঞ্চি, ০২)০১টি লোহার কার্টার লম্বা ১৮ ইঞ্চি, ০৩) ০১টি স্টিলের চান কুড়াল, লম্বা- ২৬ ইঞ্চি, ০৪)০১টি লোহার শাবল, লম্বা-২৯ ইঞ্চি, ০৫) ০২টি বিভিন্ন সাইজের লোহার তৈরী ধামা, ০৬) প্লাস্টিকের ফ্রেমসহ ০১ টি হেক্সোব্লেড, লম্বা-১৮ ইঞ্চি, ০৭)০২টি লোহার করাত, যাহার লম্বায় ০১টি ১৮ ইঞ্চি ও অপরটি ১৬ ইঞ্চি, ০৮) ০২টি বিভিন্ন সাইজের কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ি, ০৯) ০১টি গ্রেন্ডিং মেশিন লম্বা ১২ ইঞ্চি, ১০) ০২টি সেলাই রেঞ্জ, যাহা লম্বায় একটি ১২ ইঞ্চি ও অপরটি ১০ ইঞ্চি, ১১) ০৩টি বিভিন্ন সাইজের প্লাস, ১২) ০৭টি বিভিন্ন সাইজের স্ক্রু ড্রাইভার, ১৩) ০৪টি বিভিন্ন সাইজের ডালি, ১৪) ০১টি লোহার কাঁচি, ১৫) ধৃত আসামী গফুরের ব্যবহৃত ০১টি SYMPHONY বাটন মোবাইল ফোন, ১৬) ধৃত আসামী আব্দুল হাকিম অভির ব্যবহৃত ০১টি SYMPHONY বাটন মোবাইল ফোন ও ১৭) ধৃত আসামী মোহাম্মদ আলীর ব্যবহৃত ০১টি TITANIC বাটন মোবাইল উদ্ধার করেন। ধৃত ০১নং আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা, ০২নং আসামির বিরুদ্ধে ০৬টি মামলা এবং ০৩নং আসামির বিরুদ্ধে ০২টি মামলা রয়েছে । ধৃত আসামি ও পলাতক আসামিগণ দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্নস্থানে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া পথচারীসহ বিভিন্ন লোকজনদের নিকট থাকা নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ডাকাতি/ছিনতাই এবং বিভিন্ন বাসগৃহে চুরি করিয়া আসিতেছিল। ধৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে পাচলাইশ থানার মামলা নং-০৯, তারিখ-১০/১০/২০২৫ খ্রি: ধারা- ৩৯৯/৪০২; পেনালকোড-১৮৬০ রুজু করা হয়েছে।
Leave a Reply