বিশেষ প্রতিবেদন :
কোতোয়ালী থানার একটি আভিযানিক টিম অদ্য ০৮/১০/২০২৫ ইং তারিখে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড ৭নং পার্কিং এর ভিতর বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন (২৩) পিতা-মৃত হেলাল, মাতা-ছায়েরা বেগম, সাং-তেলিগ্রাম, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মিনসিংহ, বর্তমান-পুরাতন রেলস্টেশন,৭নং বাস পাকিং, থানা-কোতোয়ালী জেলা-চট্টগ্রাম (ভাসমান) কে গ্রেফতার পুর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ সুমন (২৩) এর ডান হাতে থাকা কালো রং এর পলিথিনের ভিতর ৪০ (চল্লিশ) পুড়িয়া গাঁজা ওজন-১০০ গ্রাম উদ্ধার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় সে উক্ত গাঁজা সমূহ পলাতক আসামী জিসান (২৬) পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-মতিয়ারপুল, এয়ার আলী মসজিদের উত্তর, পার্শ্বে, বেলা কোম্পানী গলি, লিয়াকত ইনচার্জ এর দ্বিতীয় তলার ৩নং রুমের ভাড়াটিয়া, থানা-ডবলমুরিং জেলা-চট্টগ্রাম তাকে বিক্রির জন্য দিয়েছে এবং পলাতক আসামীর বাসায় আরও গাঁজা মজুদ রয়েছে। আসামীর দেওয়া তথ্য মতে ইং ০৮/১০/২০২৫ইং তারিখ ১৭.২৫ ঘটিকার সময় এসআই/শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পলাতক আসামীর রুমে অভিযান পরিচালনাপূর্বক তল্লাশীকালে ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এয়ার আলীর মসজিদের উত্তর পার্শ্বে বেলা কোম্পানীর গলি লিয়াকত আলী ইনচার্জ এর দ্বিতীয় তলার ৩নং রুমের সামনে থেকে আরো ০৭ কেজি গাঁজা উদ্ধার করেন। উক্ত ঘটনায় বাদী উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ থানায় এনে এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-১৩, তারিখ- ০৮/১০/২০২৫ খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(খ)/৪১ রুজু করা হয়।
Leave a Reply