বিশেষ প্রতিবেদন :
*সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে চমেক হাসপাতাল থেকে চোরাইকৃত সরকারি মালামাল ও ঔষুধ সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।
মামলার বাদী মোঃ কামরুজ্জামান (৪৬) পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলার ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার হিসেবে কর্মরত আছে। ইং ০৭/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকার সময় ডাঃ ফাহমিদা ইসলাম চৌধুরী (গাইনী বিভাগীয় প্রধান) পাঁচলাইশ মডেল থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলাস্থ ৩৩নং গাইনী ওয়ার্ডের ক্লাস রুম ক্লাস শেষে তালাবদ্ধ করে দেয়। পরবর্তীতে ইং ০৮/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ডাঃ ফাহমিদা ইসলাম চৌধুরী (গাইনী বিভাগীয় প্রধান) উক্ত ৩৩নং গাইনী ওয়ার্ডে ক্লাস রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখিতে পায় যে, উক্ত ক্লাস রুমে রক্ষিত সরকারি মালামাল- ০১টি DELL মনিটর, যাহার মূল্য অনুমান ১২,০০০/-(বার হাজার) টাকা, ০১টি SAMSUNG মনিটর, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ০১টি কালো রংয়ের AHUJA SSB-45 EM মডেলের সাউন্ড সিস্টেম, যাহার মূল্য অনুমান ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা, ০১টি SENNHEISER EW-100 মডেলের ওয়ারলেস মাইক্রো ফোন রিসিভার, যাহার মূল্য অনুমান ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা, ০২টি SENNHEISER EW-100 মডেলের মাইক্রো ফোন, যাহার মূল্য অনুমান ১০,৪০০/-(দশ হাজার চারশত) টাকা, ০১টি EPSON EBS05 মডেলের প্রজেক্টর, যাহার মূল্য অনুমান ৪৩,০০০/-(তিতাল্লিশ হাজার) টাকা, ০১টি এডাপ্টার, যাহার মূল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা, ০১টি পাওয়ার ক্যাবল, যাহার মূল্য অনুমান ১,৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা, ০১টি ভিজিএ ক্যাবল, যাহার মূল্য অনুমান ২,৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা, ০১টি LENOVO মাউস, যাহার মূল্য অনুমান ৫০০/-(পাঁচশত) টাকা, ০১টি LOGITECH কী-বোর্ড, যাহার মূল্য অনুমান ৫০০/-(পাঁচশত) টাকা এবং সরকারি ঔষুধ সামগ্রী- ০১ সেট EPIKIT, যাহার মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা, ০১ বক্স ক্লিভেন-৬০, যাহার মূল্য অনুমান ২,০০০/-(দুই হাজার) টাকা, ০৮টি VICRYL PLUS, যাহার মূল্য অনুমান ৩,২০০/-(তিন হাজার দুইশত) টাকা, ৩৪টি PROLENE, যাহার মূল্য অনুমান ২৩,৮০০/-(তেইশ হাজার আটশত) টাকা, ১১টি SURGIPRO CP-412 G5-22, যাহার মূল্য অনুমান ১৩,২০০/-(তের হাজার দুইশত) টাকা, ৩০টি সার্জিক্যাল ব্লেড, যাহার মূল্য অনুমান ৪৫০/-(চারশত পঞ্চাশ) টাকা যথাস্থানে নাই। পরবর্তীতে ডাঃ ফাহমিদা ইসলাম চৌধুরী উক্ত বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় এবং বাদীকে অবহিত করেন। তখন বাদী উপস্থিত অন্যান্যরা সহ উক্ত ক্লাস রুমে গিয়ে দেখিতে পায় যে, উল্লেখিত সরকারি মালামাল ও ঔষুধ সামগ্রী নাই। বাদীর উক্তরূপ এজাহারের প্রেক্ষিতে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-০৬, তারিখ: ০৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়।
মামলার তদন্তকালে তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ আশরাফ উদ্দিন সরদার ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামী সনাক্ত করিয়া তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ইং ০৯/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন মুন্সিপুকুরপাড় এলাকা হতে আসামী মোঃ লিয়াকত আলী(৩৫) ও †gvt mvBdzj Bmjvg(26) দ্বয়কে গ্রেফতার করে এবং আসামীদ্বয়ের দেখানো মতে পরিত্যক্ত অবস্থায় চোরাইকৃত- ০১টি কালো রংয়ের AHUJA SSB-45 EM মডেলের সাউন্ড সিস্টেম, ০১টি SENNHEISER EW-100 মডেলের ওয়ারলেস মাইক্রো ফোন রিসিভার, ০২টি SENNHEISER EW-100 মডেলের মাইক্রো ফোন, ০১টি EPSON EBS05 মডেলের প্রজেক্টর, ০১টি এডাপ্টার, ০১টি পাওয়ার ক্যাবল, ০১টি ভিজিএ ক্যাবল, ০১টি LENOVO মাউস, ০১টি LOGITECH কী-বোর্ড, ০১ সেট EPIKIT, ০১ বক্স ক্লিভেন-৬০, ০৮টি VICRYL PLUS, ৩৪টি PROLENE, ১১টি SURGIPRO CP-412 G5-22, ৩০টি সার্জিক্যাল ব্লেড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply