1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বসুন্ধরার চেয়ারম্যান পরিবারের ১ হাজার ৪৭৭ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ প্রাইভেট কারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ লালবাগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও ফুটপাত দখল করায় সাজা প্রদান সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন এশিয়ায় নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ: এডিবি সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক টানা পাঁচ রাত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি উৎপাদন খরচও পাচ্ছেন না পেঁয়াজ, আলু ও ডিম উৎপাদকরা এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা

উল্টো দক্ষিণ আফ্রিকাকে চিন্তায় ফেলেছে বাংলাদেশ

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মিরপুরে গতকাল দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছিল ইনিংস হারের শঙ্কা নিয়ে। সেই তুলনায় কিছুটা স্বস্তিতে আজ তৃতীয় দিনের খেলা শেষ করতে পেরেছেন নাজমুল হোসেন শান্তরা। উল্টো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃষ্টি বাধা ও আলোকস্বল্পতার কারণে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রানে বাংলাদেশ শেষ করেছে দিনের খেলা। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান ব্যাটিং করছেন ৮৭ ও ১৬ রানে। ৮১ রানের লিডটাকে এখন কতদূর পর্যন্ত টেনে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে।

মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ১৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা কেবল দুটি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড ২০৯ রান তাড়া করে ৯ উইকেটে জিতেছে। যা এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মিরপুরে দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি দক্ষিণ আফ্রিকারই। ২০০৮ সালে প্রোটিয়ারা জিতেছিল ৫ উইকেটে। এই মাঠে তৃতীয় সর্বোচ্চ ১৪৫ রান তাড়া করে ২০২২ সালে জিতেছিল ভারত।

এবার মিরপুরে বাংলাদেশের পক্ষে দক্ষিণ আফ্রিকাকে ১৫০-২০০ রানের লক্ষ্য দেওয়া কঠিন মনে হলেও অসম্ভব নয়। সেক্ষেত্রে আগামীকাল চতুর্থ দিনে গুরুদায়িত্বটা নিতে হবে মিরাজ-নাঈমকেই। প্রোটিয়া বোলারদের সামনে সকালেই যদি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাহলে ১০০ রানের লিডও অনেক কঠিন হয়ে যাবে।

তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।

দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক বোলিংয়ে যখন বাংলাদেশ কাঁপতে থাকে, তখনই শুরু জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ। সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।

মিরপুরে আজ তৃতীয় দিনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের-মিরাজ দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একটা পর্যায়ে ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান তুলে ফেলে। তখনই বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। একই সঙ্গে দেখা যায় আলোক স্বল্পতাও। দেড় ঘণ্টার মতো বন্ধ থাকার পর বাংলাদেশ সময় বেলা তিনটায় আবার শুরু হয় খেলা। পুনরায় খেলা শুরু হওয়ার পর হয়েছে কেবল ৫ ওভার। আলোক স্বল্পতার সমস্যা এবার প্রকট হয়ে যায়। ৮৫ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ ২৮৩ রান করার পর থেমে যায় তৃতীয় দিনের খেলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com